Saturday, December 8

সালমানের সঙ্গে ঝামেলা করে আজও পস্তাচ্ছেন যেসব বলিউড তারকা

কানাইঘাট নিউজ ডেস্ক : তিনি বলিউডের ভাইজান। তাঁর হাত ধরে অনেকেরই হাতেখড়ি হয়েছে বলিউডে। কিন্তু তাঁর সঙ্গে দুর্ব্যবহার করলে, তিনি ছেড়ে কথা বলার পাত্র নন। এমনকি এ-ও দেখা গিয়েছে, সালমান খানের সঙ্গে ঝামেলার কারণে ইন্ডাস্ট্রিতে পা রাখতে না রাখতেই অনেকের কেরিয়ার শেষ হয়ে গিয়েছে। সেরকমই কয়েক জনের খোঁজ নেওয়া যাক, যাঁরা সালমান খানের সঙ্গে ঝামেলা করে আজও পস্তাচ্ছেন। ১. সালমান খানের সঙ্গে ব্রেক আপের পরই বিবেক ওবেরয়ের প্রেমে পড়েন ঐশ্বর্যা রাই। ‘সাথিয়া’-র মতো সুপারহিট ছবি করে বিবেকের তখন সেরা সময়। আর সেই সময়ই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিবেক অভিযোগ করেন, সালমান তাঁকে মদ্যপ অবস্থায় ৪২ বার ফোন করে হুমকি দিয়েছেন। ব্যস! তার পর থেকেই কেরিয়ারে ভাঁটা আসে বিবেক ওবেরয়ের। হাজার ক্ষমা চাওয়া সত্ত্বেও বিবেককে ক্ষমা তো করেনইনি সালমান। ২. সালমান খানের ‘তেরে নাম’ ছবিটি পরিচালনা করার কথা ছিল পরিচালক অনুরাগ কাশ্যপের। কিন্তু সালমানের চরিত্রটির জন্য অনুরাগের পছন্দ ছিল অন্য কাউকে। পরে অনুরাগ রাজি হলেও সালমানের লুক নিয়ে তাঁর সঙ্গে তীব্র ঝামেলা হয় পরিচালকের। অনুরাগ কাশ্যপকে বাদ দিয়ে দেওয়া হয়। সেই অনুরাগ কিন্তু বলিউডকে হিট ছবি আজও সে ভাবে উপহার দিতে পারেননি। ৩. বলিউডেরই এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালনা করছিলেন সালমান খান। আর সেই অনুষ্ঠানে অরিজিত সিংহকে যখন পুরস্কার নিতে ডাকছেন সালমান, অরিজিত তখন ঘুমিয়ে কাদা। চোখ কচলাতে কচলাতে উঠে আসা অরিজিত তখন খুব বকা খেলেন ভাইজানের কাছে। থেমে না থেকে অরিজিতও মুখের উপর জবাব দিলেন। সেই থেকে আজ অবধি তাঁর ছবিতে অরিজিতের গান গাওয়ার কথা উঠলেই বাদ দিয়ে দেন সালমান খান। ৪. ‘হাম সাথ সাথ হ্যয়’ ছবির শুটিং করতে গিয়েই কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়িয়ে যায় সালমান-সহ আরও বেশ কিছু অভিনেতার। আর এই বিষয়টি নিয়েই ফেসবুকে সরব হয়েছিলেন রেণুকা। বলিসূত্রের খবর, রেণুকার এই কাণ্ড এক্কেবারেই পছন্দ হয়নি সালমানের। সালমানের আদেশানুসারে একটি ছবি থেকেও বাদ দিয়ে দেওয়া হয়েছিল রেণুকা সাহানেকে। ৫. ‘বিগ বস’-এর ১১তম সিজনে সঞ্চালক সালমানের সঙ্গে খুব ঝামেলা হয় প্রতিযোগী জুবের খানের। হাউসের ভিতরে জুবেরের কাণ্ডকারখানার জন্য তাঁকে বকেছিলেন সালমান। ক্ষিপ্ত জুবের সালমানকে বলেছিলেন, ‘‘আমি বিবেক ওবেরয় নই। আপনাকে আমি দেখাব আমি কে?’’ উত্তরে সালমান বলেছিলেন, ‘‘আমি তোকে কুকুর বানাব।’’ সেই জুবের খানের আজ ইন্ডাস্ট্রিতে টিকি অবধি দেখা যায় না। ৬. সালমানের সঙ্গে আজও ঠান্ডা যুদ্ধ চলছে রণবীর কপূরের। আর তার কারণ একমাত্র ক্যাটরিনা কইফ। ক্যাটরিনার সঙ্গে রণবীর ডেট করার পর থেকেই ঝামেলা সূত্রপাত। তবে ক্যাটরিনার সঙ্গে রণবীরের ছাড়াছাড়ি হয়ে গেলেও মুখ দেখাদেখি নেই সালমান আর রণবীর কপূরের। তবে ‘সঞ্জু’-র পর রণবীর কপূরের কেরিয়ার কিন্তু ঊর্ধ্ব গগনে। ৭. গান কী করে কম্পোজ করতে হয় তা নিয়ে ঝামেলা হয়েছিল সালমান খান এবং গায়িকা সোনা মহাপাত্রের। সুলতান-এর প্রোমোশনের সময় সলমন আবার মুখ ফস্কে বলে ফেলেছিলেন, ‘নিজেকে ধর্ষিতা মতো মনে হয় আজকাল’। আর সালমানের এই মন্তব্যে সোনা মহাপাত্র ফেসবুকে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। তার পর থেকেই দু’জনের কথা বন্ধ। সূত্র: আনন্দবাজার

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়