কানাইঘাট নিউজ ডেস্ক:
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীনের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখ পূর্ণ হয়েছে ১৭ই ডিসেম্বর দিবাগত রাত ১২টায়। আর এরইমধ্যে দিয়ে বাংলাদেশের টিভি অভিনেত্রীদের মধ্যে তিনিই প্রথম ইউটিউব থেকে শিগগিরই সিলভার প্লে-বাটন পেতে যাচ্ছেন। চলতি বছরের ১৭ই অক্টোবর মেহজাবীন অনেকটাই শখের বশে জোভানের সঙ্গে ‘র্যাপিড ফায়ার’ সেগম্যান্টের একটি ভিডিও আপলোড করেছিলেন। ঝটপট প্রশ্ন চটপট উত্তর বিষয়ক একটি ভিডিও শুরুতেই বেশ সাড়া ফেলে।
এরপর একে একে মেহজাবীনের এই ইউটিউব চ্যানেলে ‘র্যাপিড ফায়ার’, ‘টিকটক টো’ সেগম্যান্টে অভিনেতা মাহফুজ আহমেদ, জিয়াউল ফারুক অপূর্ব, আফরান নিশো, ইরফান সাজ্জাদ, নাট্যনির্মাতা আশফাক নিপুণও অংশ নেন যা মেহজাবীন তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন।
এছাড়াও আরো ভিন্ন ভিন্ন ভিডিও মেহজাবীন তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন। মূলকথা শুটিংয়ের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পেয়েছেন তিনি সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের ইউটিউব চ্যানেল ‘মেহজাবীন চৌধুরী’ ভিউয়ার্সদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। আর মাত্র আড়াই মাসেই এ চ্যানেলের এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়