Friday, December 21

কানাইঘাটের ঝিংগাবাড়ীতে নৌকার সমর্থনে উঠান বৈঠক

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের ৭ নং উপর ঝিংগাবাড়ী ওয়ার্ডের উদ্যোগে হরিসিংমাটি গ্রামে, সিলেট -০৫ ( কানাইঘাট – জকিগঞ্জ ) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ড. হাফিজ আহমদ মজুমদারের সমর্থনে ,নৌকা মার্কার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয় । উক্ত বৈঠকে উপর ঝিংগাবাড়ী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে ঝিংগাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন ঝিংগাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য জুবের আহমদ চৌধুরী , আওয়ামী লীগ নেতা , আখলাকুজ্জামান চৌধুরী মুকুট , যুবলীগ নেতা ও অনলাইন আওয়ামী টিম-বোট সিলেট জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব , এম এ মুমিন চৌধুরী রিপন , যুবলীগ নেতা ইশতিয়াক মাহফুজ চৌধুরী , আবুল কালাম আজাদ , আওয়ামীলীগ নেতা মড়া মিয়া , ফয়জুর , হাসান আলী , নাজিম ,কাদির ছাত্রলীগ নেতা তাহসানুল হক নাঈম , সালমান , তারেক , আমছাল প্রমুখ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়