Monday, December 24

কানাইঘাটে নৌকার নির্বাচনী অফিস ভাংচুর ! বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে নৌকা মার্কার পোস্টার ছিড়ে পোড়ানো ও নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ এবং ভাঙ্গচুরের অভিযোগে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে নজরুল ইসলামকে স্থানীয় সুরইঘাট বাজার থেকে কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করে তাকে আদালতে প্রেরণ করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে কানাইঘাট সদর ইউনিয়নের চাউরা মোড়ে টানানো নৌকার কয়েকটি পোস্টার কেবা-কাহারা ছিড়ে পুড়িয়ে ফেলে। এ ঘটনায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজ চাউরা উত্তর বড়কান্দি গ্রামের তাজ উদ্দিন বাদী হয়ে নৌকার পোস্টার পুড়িয়ে ফেলা ও চাউরা পয়েন্টে অবস্থিত নৌকার নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাঙ্গচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীদের অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-১৫ তাং ২৩/১২/১৮ ইং। উক্ত মামলার আসামী দেখিয়ে বিএনপি নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, নৌকার পোস্টার ছিড়ে পুড়িয়ে ফেলার ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক। নেতাকর্মীদের হয়রাণী করার জন্য নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ভাঙ্গচুরের যে অভিযোগ আনা হয়েছে তা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত ম্যাজিষ্ট্রেট দ্বারা তদন্তের দাবী জানিয়েছেন ঐক্য ফ্রন্টের প্রার্থী মাওঃ ওবায়দুল্লাহ ফারুক। মামলার বাদী আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন জানিয়েছেন, রাতের আঁধারে বিএনপি নেতাকর্মীরা নৌকার পোস্টার পুড়িয়ে ফেলা ও নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাঙ্গচুর করায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা করেছেন। থানার সেকেন্ট অফিসার স্বপন চন্দ্র সরকার জানান, আওয়ামী লীগ নেতার মামলার প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে বিএনপি নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। 

কানাইঘাট নিউজ ডটকম/২৪ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়