Monday, December 10

সিলেট ১ আসনে কে কোন প্রতীক পেলেন?


কানাইঘাট নিউজ ডেস্ক:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সিলেট জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রতীক বরাদ্দ শুরু করেন।

প্রতীক নিয়ে আজ থেকেই প্রার্থীরা প্রচারণার কাজ শুরু করবেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার কাজ শুরু করতে হবে। আর এই প্রচারণার কাজ বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।

সিলেট ১ আসনে প্রতীক বরাদ্দ পেলেছেন এ কে আব্দুল মোমেন (নৌকা), খন্দকার আবদুল মুক্তাদীর (ধানের শীষ), মাওলানা নাসির উদ্দিন (বট গাছ), ইউসুফ আহমদ (আম), উজ্জল রায় (কোদাল), প্রনব জ্যোতি পাল (মই), মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল), মোহাম্মদ ফয়জুল হক (মিনার), মো. আনোয়ার উদ্দিন বোরহানাবাদী (হারিকেন), মো. দেওয়ানুল হক চৌধুরী (হাত পাখা)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়