নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে অবৈধ ভাবে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন করায় মাটি কাটার ২টি ফেলোডার ও ১টি এক্সেবেটর ভেঙ্গে ক্ষতি সাধন করা হয়েছে।
সোমবার বিকেল ৩টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং এর নেতৃত্বে কোয়ারীতে এক অভিযান চালানো হয়।
এসময় থানা পুলিশ ও উপজেলা বন কর্মকর্তার উপস্থিতে অভিযানের নেতৃত্বদানকারী ভূমি কর্মকর্তা লুসি কান্ত হাজং অবৈধ ভাবে যান্ত্রিক পদ্ধতিতে কোয়ারী থেকে লোভা নদীর পাড় ভেঙ্গে ও গভীর গর্ত করে যান্ত্রিক মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করার দায়ে দু’টি ফেলোডার ও ১টি এক্সেবেটর যন্ত্রপাতি নষ্ঠ করে দেন তিনি।
জানা গেছে, এসব ফেলোডার ও এক্সেবেটরের মালিক কোয়ারীর আলোচিত পাথর ব্যবসায়ী তমিজ উদ্দিন মেম্বার। অভিযানের টের পেয়ে গর্ত তৈরী করে ও কোয়ারীর লোভা নদীতে নৌকা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পাথর উত্তোলনের সাথে জড়িতরা তাদের পাথর উত্তোলনের মেশিনারী যন্ত্রপাতি নিয়ে ছিটকে পড়ে।
ভূমি কর্মকর্তা লুসি কান্ত হাজং জানিয়েছেন, কোয়ারীতে কোন ধরনের বেআইনি ও অবৈধ কর্মকান্ড কাউকে করতে দেওয়া হবে না। ম্যানুয়েল পদ্ধতি ছাড়া যারা যান্ত্রিক পদ্ধতিতে কোয়ারীর পরিবেশ বিনষ্ট করে পাথর উত্তোলন করছে তাদের বিরোদ্ধে নিয়মিত অভিযান আরো জোরদার করা হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়