‘অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার’ এই প্রতিপাদ্য সামনে রেখে কানাইঘাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮ পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কানাইঘাট অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগাম (ওকাপ) এর উদ্যোগে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওকাপের প্রজেক্ট ম্যানেজার শহিদুল ইসলামের সভাপতিত্বে ও মনিটরিং অফিসার রবিউল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বড় চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাও.আবুল হোসেন চতুলী।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- কানাইঘাট থানার এস.আই সুরঞ্জিত তালুকদার, যুব উন্নয়ন অফিসের সি.এস মো. আব্দুল আউয়ালসহ উপজেলার ৯টি ইউনিয়নের মাঠকর্মী বৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/১৮ ডিসেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়