Saturday, December 8

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলনের সমর্থকদের তালা

কানাইঘাট নিউজ ডেস্ক:
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে শনিবার (০৮ ডিসেম্বর) দুপুরে মিলনের শতাধিক সমর্থক নয়াপল্টন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। মিলনের সমর্থকরা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মোশাররফ হোসেনের পরিবর্তে এহসানুল হক মিলনকে মনোনয়ন দেয়ার দাবি জানান। এর আগে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে শুক্রবার রাতে দলটির ২০৬ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ওই তালিকায় নাম নেই চাঁদপুর-১ আসনের মনোনয়নপ্রত্যাশী এহছানুল হক মিলনের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়