Saturday, December 8

সিলেট-৫ আসনে মাঠ পর্যায়ে থাকবেন দু’জন বিচারিক ম্যাজিস্ট্রেট

কানাইঘাট নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের জকিগঞ্জ-কানাইঘাটের মাঠ পর্যায়ে কর্তব্য পালন করবেন দু'জন বিচারিক ম্যাজিস্ট্রেট। জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলায় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটরা হলেন, জকিগঞ্জ উপজেলায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন সাগর ও কানাইঘাট উপজেলায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব (আইন-১) মো. আবু ইব্রাহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এতে বলা হয়, বিচার বিভাগীয় কর্মকর্তাগণ আগামি ২৯ ডিসেম্বর (ভোট গ্রহণের আগের দিন) থেকে ১ জানুয়ারি পর্যন্ত তাঁরা নির্বাচনী এলাকায় কাজ করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়