কানাইঘাট নিউজ ডেস্ক:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক হলেন কানাইঘাট সাতবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ।
গত শনিবার (১ ডিসেম্বর) বিকেলে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সমিতির সহ-সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি মীর এনায়েত হোসেন মন্টু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সম্মানিত উপদেষ্টা এ.কে.এম আব্দুল মতিন চৌধুরী ও গোলাম মোস্তফা ফটিক। সভায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন মো. আসাদুজ্জামান মবিন।
সভায় সর্বসম্মতি ক্রমে সংগঠনকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে বর্তমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক কমিটিতে পদপ্রাপ্তরা হলেন বেলায়েত হোসেন বেলাল আহবায়ক ও সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাক আহমদ পলাশ, যুগ্ম আহবায়ক এমদাদুল হক ভূইয়া, এডভোকেট শরীফ কামাল, রফিকুল ইসলাম শিকদার, এডভোকেট শামীম আবুল কাশেম, আজিজুর রহমান ভূইয়া, আবুল কালাম আজাদ।
অন্যান্য সদস্যরা হলেন- আব্দুল রাজ্জাক পিন্টু, আলমগীর হোসাইন, মতিউর রহমান, আসাদুজ্জামান মবিন, মাসুদ আহমদ, মাজেদুল ইসলাম মঞ্জু, ফারুক পাঠান, শফিকুল ইসলাম বাদশা, আমীর হোসেন, আমির আলী, রফিকুল ইসলাম, ইমতিয়াজ সুলতান রাজন, সাইফুজ্জামান সেতু, ইফতেখার ইসলাম, সৈয়দ আলম, পয়গাম আলী, কাজাইমারমা, এ.এইচ.এম সোহরাওয়ার্দী, আব্দুল ওয়াদুদ, রোশনা আক্তার, আকরাম হোসেন, মাহবুল হাসান প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়