Tuesday, December 11

কানাইঘাটে বায়মপুরীর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামলেন সেলিম

কানাইঘাট নিউজ ডেস্ক:
বৃহত্তর সিলেটের প্রখ্যাত আলেম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহঃ) এর মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। মাজার জিয়ারত শেষে এমপি সেলিম উদ্দিন কানাইঘাট বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে লাঙ্গল মার্কার পক্ষে প্রচারণা চালান। এ সময় তার সাথে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা মুহাম্মদ ইদ্রিছ বিন লক্ষীপুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সাবেক পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, আব্দুশ সহিদ লস্কর বশির, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিলেট মহানগর যুব সংহতির সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সহিদুর রহমান তাহের, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সার্জেন্ট আলা উদ্দিন মামুন, সিরাজুল হক, এডভোকেট আব্দুর রহিম, আব্দুল মালিক মাষ্টারসহ জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়