নিজস্ব প্রতবিদেক:
কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির লক্ষীপ্রসাদ পশ্চিম গ্রামে আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ধান কাটার শ্রমিকরা একটি চিতাবাঘের শাবক কে পিটিয়ে মেরে ফেলেছে। জানা যায় গতকাল বুধবার সকালে লক্ষীপ্রসাদ গ্রামের আতাউর রহমানের মাঠের ক্ষেতের পাকা আমন ধান কাটছিলেন কয়েকজন ধান কাটার শ্রমিক।
এক পর্যায়ে ধান ক্ষেতে লুকিয়ে থাকা একটি চিতা বাঘের শাবক ধান কাটা শ্রমিক কবির আহমদের উপর আক্রমন করলে তার সহযোগী ধানকাটা শ্রমিকরা চিতা বাঘের শাবক কে কাটা ধান বহনের হুজা দিয়ে কুপিয়ে হত্যা করে। ধান কাটার শ্রমিকরা জানিয়েছেন, মেছো বাঘটি কে তারা জানে হত্যা করতে চাননি আত্মরক্ষার্থে মেরে ফেলেছেন।
এ ব্যাপারে উপজেলা বিট কর্মকর্তা আবু সাঈদের সাথে যোগাযোগ করা হলে ধান কাটা শ্রমিকদের হামলায় একটি মেছো বাঘ মারা যাওয়ার সংবাদ পেয়েছেন বলে তিনি জানান। তদন্ত করে বিষয়টি তিনি দেখবেন।
কানাইঘাট নিউজ ডটকম/০৫ ডিসম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়