কানাইঘাট নিউজ ডেস্ক:
সিরিয়ার রাজধানী দামেস্কে দূতাবাস খুলছে সংযুক্ত আরব আমিরাত। সিরিয়ার তথ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় এ বিষয়ে সাংবদিকদের মাঝে একটি চিঠি বিতরণ করেছে এবং তাদেরকে দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের সহিংসতা শুরুর পর সংযুক্ত আরব আমিরাত দ্রুত দূতাবাস বন্ধ করে দেয়। শুধু তাই নয়, আবুধাবিকে দীর্ঘদিন থেকেই বহু সন্ত্রাসী গোষ্ঠীর মদদদাতা হিসেবে বিবেচনা করা হয়। এসব সন্ত্রাসী সিরিয়াকে যেমন ধ্বংসস্তুপে পরিণত করেছে তেমনি প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটানোর চেষ্টা করেছে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার সরকার ও মিত্রদের সফলতার পর সাবেক শত্রু দেশগুলো তাদের হিসাব-নিকাশ পাল্টাচ্ছে। এছাড়া, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এসব দেশ তাদের অবস্থানে পরিবর্তন আনতে বাধ্য হচ্ছে।
গত ১৬ ডিসেম্বর সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বাশির সিরিয়া সফর করেন। ২০১১ সালে সিরিয়ার সংকট শুরুর পর এটাই ছিল কোনো আরব নেতার প্রথম সিরিয়া সফর। ধারণা করা হচ্ছে ওই সফরে তিনি আরব নেতাদের পক্ষে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান করেছেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়