নিজস্ব প্রতিবেদক:
"এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কানাইঘাটে বিশ্ব এইডস দিবস ২০১৮উপলক্ষ্যে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগিতায় অভিবাসন ও স্বাস্থ্য শীর্ষক প্রকল্পের অধীনে শনিবার উপজেলা সদরে সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি পরবর্তী বিআরডিবি হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেইন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবুল হারিছ, পরিসংখ্যান কর্মকর্তা সুবোদ চন্দ্র, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মরত স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিদেশ ফেরত অভিবাসী কর্মীগণ। ওকাপের উপজেলার প্রজেক্ট ম্যানেজার শহীদুল ইসলাম, প্রজেক্ট মনিটরিং অফিসার রবিউল ইসলাম, ট্রেইনার হালিমা-তুস-সাদিয়া ও বিভিন্ন ইউনিয়নে কর্মরত মাঠকর্মীগণ র্যালি আলোচনা সভায় উপস্থিত ছিলেন ।
কানাইঘাট নিউজ ডটকম/০১ ডিসেম্বর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়