একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কদিন বাকি। সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিরামহীনভাবে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। ভোটারদের দ্ধারে দ্বারে ঘুরে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। সর্বত্রই এখন চলছে নির্বাচনী আলাপ। ভোটাররাও চুপ করে বসে নেই। নানা হিসেব-নিকেশ কষে তারা প্রার্থীকে ভোট দেবেন।
গত বুধবার বেলা ১২টার দিকে কানাইঘাট উপজেলা রোডে একটু বিশ্রামের আশায় রিকশার প্যাডেল থামিয়ে গামছা দিয়ে কপাল মুছছিলেন চালক মনির উদ্দিন। এবারের নির্বাচনে কোন প্রার্থীকে ভোট দেবেন-এমন প্রশ্নের জবাবে তিনি অনেকটা ক্ষোভের সাথে বললেন,ইবার কেউরে ভোট দিতাম নায়। নির্বাচন আইলে আমরার কদর বাড়ি যায়। আর পাশ করিয়া আমরা গরীবর খবর কেউ রাখেনা। পাশ করিয়া তারার(প্রার্থীদের) কফালো কিতা ঠাটা পড়ি যায়নি।
কানাইঘাট বাজারের ব্যবসায়ী বিলাল উদ্দিন বলেন, ‘কোন প্রার্থী আমরার ঘর-দরজা তৈরি করে দেউক,তা আমরা চাইনা। আমরা চাই রাস্তাঘাটের উন্নয়ন,এলাকার উন্নয়ন। কাজেই যাদের কথার লগে কাজের মিল পাইমু, তারারেই ভোট দিমু।
একই কথা বলেন, আব্দুল্লাহ নামের এক তরুণ ভোটার। তার মতে,যে প্রার্থী এলাকার উন্নয়নে আন্তরিক,তাকে তিনি ভোট দেবেন।
কাকে ভোট দেবেন-এমন প্রশ্নের জবাবে আব্দুছ সাত্তার মাছুম নামের এক ভোটার বলেন, কাকে ভোট দেব,তা এখনো ঠিক করি নাই। তবে একজন যোগ্য প্রার্থীকে ভোট দেব। যার কাছে কোন কাজের জন্য আমাদের মত সাধারণ মানুষ সহজে ভিড়তে পারবে, তাকে ভোট দেব।’
কলেজ শিক্ষার্থী মাসুদ আহমদ,এবারের সংসদ নির্বাচনে নতুন ভোটার। এর আগে ইউনিয়ন পরিষদের নির্বাচনে গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছিলেন তিনি। তিনি জানান, একজন সৎ,যোগ্য ব্যাক্তিকে ভোট দেবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন তরুণ ভোটার বলেন,যারা স্বাধীনতার স্বপক্ষে কথা বলে, তাদেরকে আমি ভোট দেব। অতীতে যারা জ্বালাও,পোড়াও করে দেশ এবং দশের ক্ষতি করেছিল, তাদেরকে বয়কট করব।
ভোটের দিন দ্রুত ঘনিয়ে আসছে। রাত-দিন,রোদ-বৃষ্টি কিছুই বাঁধ সাধতে পারছেনা প্রার্থীদের প্রচার-প্রচারণায়। ৮ প্রার্থীর নির্ঘূম প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। এ আসন থেকে আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার(নৌকা), ব্এিনপি-ঐক্যফ্রন্ট প্রার্থী মাওঃ উবায়দুল্লাহ ফারুক(ধানের শীষ), জাতীয় পার্টির সেলিম উদ্দিন(লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের এম এ মতিন চৌধুরী (মিনার), মুসলিম লীগের মো. শহিদ আহমদ চৌধুরী (হারিকেন), ইসলামি আন্দোলন বাংলাদেশ’র মো. নুরুল আমিন (হাত পাখা), গণফোরাম’র মো. বাহার উদ্দিন আল রাজী (উদীয়মান সূর্য), স্বতন্ত্র থেকে ফয়জুল মুনির চেীধুরী(সিংহ) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়বেন।
কানাইঘাট নিউজ ডটকম/এম আর/২২ ডিসেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
মতামত
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়