নিজস্ব প্রতিবেদক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কানাইঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার ও চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী অভিযান শুরু করা হয়েছে। শুক্রবার সারা দিন সেনাবাহিনীর সদস্যরা কানাইঘাটের বিভিন্ন স্থানে টহল জোরদার করলে জনমনে স্বস্তি নেমে এসেছে। সেনাবাহিনীর সদস্যরা কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের মোশাহীদ সেতুর বাইপাস মোড়ে শুক্রবার দিনের বেলায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী করতে দেখা যায়। নির্বাচনকে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ও ভোটাররা যাতে করে নির্ভিগ্নে ভোট কেন্দ্রে এসে ভয়ভীতির উর্ধ্বে উঠে ভোট প্রদান করতে পারেন, এজন্য নির্বাচনের দিন পর্যন্ত যে কোন ধরনের বেআইনি কর্মকান্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাবে বলে জানা গেছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশেরও টহল কানাইঘাটে জোরদার করা হয়েছে। কানাইঘাট থানার সেকেন্ট অফিসার স্বপন চন্দ্র সরকার কানাইঘাট নিউজকে জানান, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ নির্বাচন সম্পন্নের লক্ষে কানাইঘাট জুড়ে পুলিশের টহল অভিযান জোরদার ও অপরাধ মুলক তৎপরতা বন্ধে পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী শুরু করেছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৮ ডিসেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়