Monday, December 17

কানাইঘাটে ধানের শীষের সমর্থনে প্রচারণা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ২৩ দলীয় জোট সমর্থিত ঐক্য ফ্রন্টের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের ধানের শীষ র্মাকার সমর্থনে কানাইঘাটে নির্বাচনী প্রচারনা অব্যাহত রয়েছে। দেশের সার্বিক প্রেক্ষপট তুলে ধরে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও মানুষের জান মালের নিরাপত্তা বিধানসহ ভোটাধিকার ফিরিয়ে আনতে বিশিষ্ট আলেমেদীন মাওঃ ওবায়দুল্লাহ ফারুককে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ঐক্য ফন্টের নেতা কর্মীরা নির্বাচনী প্রচারনায় ভোটারদের প্রতি আহবান জানান। গত রবিাবর ধানের শীষের সমর্থনে কানাইঘাটের বিভিন্ন স্থানে গণ সংযোগের পাশাপশি সন্ধ্যা ৬ টায় চতুল বাজারে নির্বাচনী গণমিছিল সমাবেশ ও কানাইঘাট খেয়াঘাট বাস্ট্যান্ডে বিকেল ৪ টায় ধানের শীষের অফিস উদ্ভোধন ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। এছাড়া গতকাল সোমবারে চতুলের মালিগ্রাম বাজার, সাতবাঁক ইউপির লোভারমুখ বাজার, বাণীগ্রাম ইউপির বড়দেশ বাজারে পৃথক ধানের শীষের সমর্থনে নির্বাচনী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বড় চতুল ইউপি বিএনপির সভাপতি আব্দুন নুরের সভাপতিত্বে ও উজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ খলিলুর রহমান এবং ছাত্রদল নেতা ইমুরুল কয়েছের যৌথ পরিচালনায় চতুল বাজারে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক মামুন রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় পচার সম্পাদক মাওঃ জয়নুল আবেদীন, বিএনপি নেতা ডা: আবু শহিদ, ইকবাল আহমদ, আব্দুর রহমান, মনজুর আলম, খেলাফত মজলিস নেতা মাওঃ এবাদুর রহমান, জমিয়ত নেতা মাওঃ হুসেন আহমদ। বক্তব্য রাখেন, ইউপি জমিয়তের সাংগঠনিক সম্পাদক আলিম উদ্দিন মেম্বার, সেচ্ছা সেবক দল নেতা আলতাফ হুসেন বিলাল, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক খছরুজ্জামান পারভেজ ছাত্র দলের আহবায়ক রুহুল আমীন প্রমুখ। বাস্ট্যান্ডের জন সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার হাজী শরিফুল হক, বিএনপি নেতা হাজী সফর আলী মেম্বার, হাজী আয়াজ আলী, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, বিএনপি নেতা জসিম উদ্দিন, নজরুল ইসলাম, ছাত্র দল নেতা আবুল বাশার, বদরুল, মাসুম, মজির উদ্দিন, তাজুল, জাহাঙ্গীর, সমছুল ইসলাম প্রমুখ।

কানাইঘাট নিউজ ডটকম/১৮ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়