Saturday, December 15

কানাইঘাটে নৌকা মার্কার সমর্থনে হাফিজ মজুমদারের ব্যাপক গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী হাফিজ আহমদ মজুমদার কানাইঘাটে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিভিন্নস্থানে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি আবারো আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে ভোটারদের প্রতি আহবান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং দুর্নীতি ও জঙ্গিবাদমুক্ত দেশ গড়তে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়ন মূলক কর্মকান্ড এগিয়ে নিতে হবে। শনিবার দিনভর হাফিজ আহমদ মজুমদার সিলেট জেলা ও কানাইঘাট উপজেলা ও পৌর এবং বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও কর্মীদের সাথে নিয়ে উপজেলার সীমার বাজার, রাজাগঞ্জ বাজার, গাছবাড়ী বাজার, শহর উল্লাহ বাজার, উমরগঞ্জ বাজারে সর্বস্তরের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময়, ও নির্বাচনীয় পথ সভায় বক্তব্য রাখেন।

কানাইঘাট নিউজ ডটকম/১৫ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়