নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি শনিবার জকিগঞ্জের বিভিন্ন হাট-বাজারে গণসংযোগ করেন।
জকিগঞ্জ উপজেলার লক্ষী বাজার, মাছুম বাজার, ঈদগাহ বাজার, জকিগঞ্জ বাজার, কালিগঞ্জ বাজার, আটগ্রাম বাজার, রতনগঞ্জ বাজারে জণসংযোগ করেন। জনসংযোগকালে সেলিম উদ্দিন এমপি বলেন, বিগত ৫ বছর কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। সবসময় নির্বাচনী এলাকার মানুষের কল্যাণ করেছি কারো প্রতি অবিচার করিনি, যার কারণে গ্রামে গঞ্জে আজ লাঙ্গলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সর্বস্থরের ভোটাররা উন্নয়ন ও শান্তির পক্ষে আমার প্রতি ব্যাপক জনসমর্থন জানাচ্ছেন। ৩০ তারিখ লাঙ্গলের বিজয় কেউ ঠেকাতে পারবে না।
জনসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন, জাপার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছাব্বির আহমদ, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সিলেট বারের সাবেক পিপি এ্যাডঃ গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকী, সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিলেট মহানগর যুব সংহতির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সহিদুর রহমান তাহের, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলার সভাপতি আব্দুল জলিল, মোস্তাক লস্কর, জালাল আহমদ, নোমান উদ্দিন চৌধুরী সহ উপজেলা জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/১৫ ডিসেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়