Saturday, December 8

৪৯ বছর পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

কানাইঘাট নিউজ ডেস্ক:
দেশের বাইরে পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ৪৯ বছর পর টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। আবুধাবিতে, তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ১২৩ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো ব্ল্যাক-ক্যাপরা। সর্বশেষ ১৯৬৯ সালে পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জিতেছিলো নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান নিয়ে শেষ দিনে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দিনের শুরুতে উইলিয়ামসন ফিরলেও ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন হেনসি নিকোলস। বেশ দ্রুত গতিতে রান তুলে ৭ উইকেটে ৩৫৩ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। নিকোলস অপরাজিত থাকেন ১২৬ রানে। ২৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি পাকিস্তানের। টপ অর্ডারের ব্যর্থতায়, দলীয় ৫৫ রানে রানে ৫ উইকেটে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে তারা। এরপর দলপতি সরফরাজকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন বাবর আজম। তবে এক পর্যায়ে কিউইদের বিধ্বংসী বোলিংয়ে ১০০ রানের ব্যবধানে বাকি পাঁচ উইকেট হারায় পাকিস্তান। এতে করে ১৫৬ রানেই থামে তাদের দ্বিতীয় ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন নিউজিল্যান্ডের উইলিয়ামসন। আর সিরিজ সেরা হন পাকিস্তানের ইয়াসির শাহ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়