কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট সদর ইউনিয়নের গোসাইনপুর গ্রামে নৌকা মার্কার সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড অাওয়ামী লীগের সভাপতি হাজ্বী অাব্দুল্লাহ'র সভাপতিত্বে কানাইঘাট উপজেলা সেচ্ছাসেবকলীগ নেতা অাবুল হাসনাতের পরিচালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট উপজেলা অাওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট সদর অাওয়ামী লীগের সভাপতি হুসাইন অাহমেদ,যুক্তরাজ্য অাওয়ামী লীগ নেতা খসরুজ্জ জামান,বক্তব্য রাখেন সদর অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন,কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান,কানাইঘাট সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক অালমগীর হোসেন,কানাইঘাট পৌর যুবলীগের সিনিয়র যুগ্ন অাহবায়ক দেলোয়ার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ অাহমদ,উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক অালঙ্গির, ওয়ার্ড অাওয়ামী লীগ নেতা রাহিম উদ্দিন,অাব্দুল মালিক,সামছুল হক,অাফতাব উদ্দিন,উপজেলা যুবলীগ নেতা সুহেল অাহমদ,অাল মাসুম,সুলতান, কানাইঘাট কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাওসার,ছাত্রলীগ নেতা শাহিন,মারওয়ান,তপন,খলিল প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়