কানাইঘাট নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের
প্রচারে অংশ নিতে আজ রাজধানীর কামরাঙ্গীরচর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী
লীগ সভানেত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে কামরাঙ্গীরচরসহ আশপাশের
এলাকায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে
উৎসবমুখর পরিবেশ।
আজ সোমবার বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কার্যক্রমে তার অংশ নেয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান
গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনী সভায় আওয়ামী লীগের
কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের নেতারা
উপস্থিত থাকবেন।
কামরাঙ্গীরচরে জনসভায় রাজধানীর আসনগুলোতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গতকাল রোববার প্রধানমন্ত্রী রংপুরে
নির্বাচনী জনসভায় ভাষণ দেন। রংপুরে একাধিক সভায় বক্তৃতায় প্রধানমন্ত্রী
নৌকা প্রতীকে ভোট চান।
এসব অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়