Friday, December 21

কানাইঘাটে ইউপি চেয়ারম্যান মামুনসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশীদকে আজ রাত আনুমানিক ১০টার দিকে কানাইঘাট রাজাগঞ্জ এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে ।

জানা যায়,মামুন রশীদ সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জ)আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী মাও:উবায়দুল্লাহ ফারুকের ধানের শীষ মার্কার সমর্থনে গাছবাড়ী বাজারে নির্বাচনী সমাবেশে বক্তব্য শেষে সিলেট শহরে ফেরার পথে রাজাগঞ্জ এলাকা থেকে সিলেটের ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে বলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা জানিয়েছেন।

চেয়ারম্যান মামুনের গ্রেফতারের বিষয়টি স্বীকার করে কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানান,ডিবি পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করেছে।

এদিকে কানাইঘাট থানা পুলিশ আজ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে চতুল বাজার থেকে ৫নং বড় চতুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুন নূরকে গ্রেফতার করেছে। 

এর আগে গত বৃহস্পতিবার থানা পুলিশ সড়কের বাজার থেকে স্থানীয় যুবদল নেতা আব্দুছ ছালামকে গ্রেফতার করেছে।

ঐক্যফ্রন্টের প্রার্থী মাও: উবায়দুল্লাহ ফারুক চেয়যারম্যান মামুন সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বলেন,কোন ধরনের মামলা ছাড়াই পুলিশ ধানের শীষ মার্কার সমর্থকদের গ্রেফতার করছে।

তবে থানা পুলিশের দাবি নাশকতামূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

কানাইঘাট নিউজ ডটকম/২১ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়