Tuesday, December 4

কানাইঘাটে কর্মস্থলে মারা গেলেন ভূমি অফিসের কর্মচারী

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক আব্দুল মতিন (ময়না) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে অফিসে কর্মরত থাকাবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। জানা যায়, নিজ কর্মস্থলে কাজ করার সময় হঠাৎ করে আব্দুল মতিন অফিসে লুটিয়ে পড়লে সাথে সাথে তাকে অফিসের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকগন তাকে মৃত ঘোষণা করেন। আব্দুল মতিনের মৃত্যুর সংবাদ তাৎক্ষণিক পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং হাসপাতালে ছুটে যান। তারা শোকাহত পরিবারের সদস্যদের শান্তনা প্রদান করেন।

আব্দুল মতিন উরফে ময়না মিয়া কানাইঘাট পৌরসভার নিজ চাউরা দক্ষিণ গ্রামের মৃত আখলু মিয়ার পুত্র।

কানাইঘাট নিউজ ডটকম/০৪ নভেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়