কানাইঘাট নিউজ ডেস্ক:
মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক নিবন্ধে বলা হয়েছে, ইয়েমেনের নিরীহ জনগণকে হত্যায় যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা রয়েছে।
দৈনিকটি উল্লেখ করেছে, সৌদি আরবের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। তাই ইয়েমেনে গণহত্যায় যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট ভূমিকা রয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতা ছাড়া ইয়েমেনে সামরিক আগ্রাসন চালানো সৌদি আরবের পক্ষে সম্ভব নয়। মার্কিন সরকার কয়েক দশক ধরে সমরাস্ত্র বিক্রির জন্য সৌদির মতো সম্পদশালী দেশকে বেছে নিচ্ছে। বর্তমানে ইয়েমেনের বেসামরিক নাগরিকদের ওপর সৌদি আরবের চালানো গণহত্যা যুক্তরাষ্ট্রের নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে।
নিউ ইয়র্ক টাইমস বলছে, সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সর্বত্র বিমান হামলা চালাচ্ছে, কোনো বাছ-বিচার করছে না। তারা স্কুল ও হাসপাতালসহ অন্যান্য বেসামরিক স্থাপনায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ আরো কিছু দেশের সহযোগিতা নিয়ে ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব। এতে এখন পর্যন্ত অন্তত ১৪ হাজার ইয়েমেনি নিহত এবং লাখো মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়