Sunday, December 30

এখন পর্যন্ত বেসরকারি ভাবে জয়ী যারা

কানাইঘাট নিউজ ডেস্ক:
দেশব্যাপী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। ইতোমধ্যে বেশ কিছু আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছেন।
আজ রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত।
এখন পর্যন্ত বেসরকারী ভাবে যারা জিয়ী হয়েছেন তারা হলেন-
নেত্রকোনা-৪ আসনে নৌকার রেবেকা মমিন বেসরকারিভাবে ২,০৪,৭৮৫ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষ তাহমিনা জামান পেয়েহেন ৩৭,৬০৫।
গোপালগঞ্জ-৩: আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি ভোট পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এসএম জিলানী পেয়েছেন ১২৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী পেয়েছেন ৭১ ভোট।
নড়াইল ২: মাশরাফি বিন মর্তুজার বেসরকারিভাবে ২,৭১,২১০টি পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম: এ জেড এম ফরিদুজ্জামান ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৭,৮৮৩টি।
কুষ্টিয়া-১ আসনে সরওয়ার জাহান বাদশা ২,৭৬,৯৭৮ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন, তার নিকটতম রেজা আহমেদ পেয়েছিলেন ৩,৪২০।
কুষ্টিয়া-২ আসনে নৌকা  প্রার্থী হাসানুল হক ইনু বেসরকারিভাবে জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন ২,৮১,০৪৫।তার নিকটতম ধানের শীষ আহসান হাবিব লিংকন পেয়েছেন ৩৬,৭৭৪।
কুষ্টিয়া-৩ আসনের নৌকা মনোনীত প্রার্থী মাহবুব উল আলম হানিফ ২,৯৬,৫৯২ ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম ধানের শীষের জাকির হোসেন পেয়েছেন ১৪,৩৭৯ ভোট।
ভোলা-৪ আসনে আওয়ামী প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম (জ্যাকব) বেসরকারিভাবে ২,৯৯,১৫০ ভোটে জয়ী হয়েছেন। নিকটতম  হাতপাখা প্রতিকের মাওলানা মহিবুল্লাহ পেয়েছেন ৬,২২২ ভোট।
চাঁদপুর-১ঃ নৌকা প্রতিকের মহিউদ্দীন খান আলমগীর বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন  ১,৯৭,৬৬৬টি। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষ মোশাররফ হোসেন পেয়েছেন  ৭,৯০৪ ভোট।
লালমনিরহাট-১: নৌকার মোতাহার হোসেন ২,৬৪,১১২ ভোটে বেসরকারিভাবে জয়ী, তার নিকটতম: ধানের শীষের হাসান রাজীব প্রধান পেয়েছেন ১১,০০৩ ভোট।
লালমনিরহাট-৩: আসনে লাঙ্গল প্রতীকের জিএম কাদের ১,১২,৬৩২ ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম ধানের শীষের আসাদুল হাবিব দুলু পেয়েছেন ৮৯,১১৯।
চট্টগ্রাম-৬: নৌকা প্রতীকের এবিএম ফজলে করিম চৌধুরী বেসরকারিভাবে জয়ী ২,৩১,৪৪২, নিকটতম: জসিমউদ্দীন সিকদার (ধানের শীষ ২৩০৭
কুষ্টিয়া-৪: নৌকার সেলিম আলতাফ জর্জ বেসরকারিভাবে ২,৭৮,৮৬৪ ভোটে জয়ী। তারনিকটতম: সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ধানের শীষ ১২,৩১৯
বগুড়া ৪: ১,২৬,৭৭২ ভোটে বিশাল ভোটে জয় লাভ করেছেন ধানের শীষের মোশাররফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বদনী রেজাউল করীম তানসেন পেয়েছেন ৮৪৬৭৯। 
লক্ষীপুর ৩: নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে ২,৩৩,৪৭৫ হয়েছেন শাজাহান কামাল পেয়েছেন তারই নিকটতম বিএনপি প্রার্থী শহিদউদ্দিন চৌধুরী অ্যানি পেয়েছেন ১৪,৪৭৭ ভোট।
মেহেরপুর-১: নৌকার অধ্যাপক ফরহাদ হোসেন ১,৬৯,২০৪ ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম: ধানের শীষের মাসুদ অরুণ পেয়েছেন ১২,৯৬৯।
মেহেরপুর-২: নৌকার মো. সাহিদুজ্জামান বেসরকারিভাবে ১,৬৯,০১৪ ভোটে জয়ী হয়ে, নিকটতম: জাভেদ মাসুদ (ধানের শীষ ৭,৯০০)
দিনাজপুর-৩: নৌকার ইকবালুর রহিম ১,৯৫,৭০০ ভোটে বেসরকারিভাবে জয়ী।তার নিকটতম: হাতপাখা প্রতীকের মুফতি মো. খায়রুজ্জামান পেয়েছেন ৩৯,৫০০।
নওগাঁ-৬: আওয়ামী লীগের মনোনীত মো.ইসরাফিল আলম ১,৯০,৪২৯ ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম: ধানের শীষের আলমগীর কবীর পেয়েছেন ৪৬,১৫৪।
মাগুরা-২: নৌকার বীরেন শিকদার ২,৩০,১২৩ ভোটে বেসরকারিভাবে জয়ী হয়েছন। তার নিকটতম: ধানের শীষের নিতাই রায় চৌধুরী পেয়েছন  ৫২,০০৯ ভোট।
মাগুরা-১: নৌকার সাইফুজ্জামান শিখর ২,৭৪,১৩০ ভোট বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম:  ধানের শীষের মণোনীত মনোয়ার হোসেন পেয়েছেন  ১৬,৪৬৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৪: নৌকা প্রতীকের আনিসুল হক ২,৮২,৮৬৫ ভোটে জয়ী হয়েছেন। তার নিকটতম: মো. জসিম উদ্দিন  হাতপাখা ২,৮৯৪
ভোলা-১: তোফায়েল আহমেদ বেসরকারিভাবে জয়ী নৌকা ২,৪২,০১৭ ভোট, নিকটতম: আলমগীর কবির ধানের শীষ ৭,২২৪।
গোপালগঞ্জ-৩: শেখ হাসিনা বেসরকারিভাবে জয়ী নৌকা ২,৩২,১০৪ ভোট।
জামালপুর-৩: মির্জা আজম বেসরকারিভাবে জয়ী নৌকা ৩,৮৬,৮২৮, নিকটতম: মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ ৪,৬৬৬।
নওগাঁ-৪: মো. ইমাজউদ্দিন বেসরকারিভাবে জয়ী নৌকা ১,৬৬,৪৬২, নিকটতম: শামসুল আলম ধানের শীষ ৪৯,৯৭১।
চট্টগ্রাম-৩: মাহফুজুর রহমান মিতা বেসরকারিভাবে জয়ী নৌকা ১,৬২,৫৪৫, নিকটতম: মোস্তফা কামাল পাশা ধানের শীষ ৩,০২২।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়