আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ভোটের মাঠে বিভিন্ন দলের প্রার্থীদের পক্ষে প্রচারণার জন্য মাঠে সরব রয়েছেন শতাধিক প্রবাসী। সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট। এ উপজেলার বেশিরভাগ মানুষ সৌদিআরব,দুবাই,কুয়েত ও কাতারে বসবাস করেন। অনেকেই আবার পরিবার-পরিজন নিয়ে যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। মূলত নির্বাচনকে সামনে রেখে প্রবাসীরা বর্তমানে দেশে আসতে শুরু করেছেন। কেউ কেউ এসেছেন দলীয় প্রার্থীর পক্ষে মাঠে কাজ করার জন্য, আবার কেউ কেউ নির্বাচনের উৎসব,আমেজ দেখতে দেশে আসছেন।
আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাবেক ছাত্রনেতাদের পাশাপাশি বিভিন্ন পেশার মানুষ নির্বাচনে অংশ নেওয়ার জন্য দেশে আসছেন এবার।
সম্প্রতি দেশে এসেছেন সিলেট এমসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি,যুক্তরাজ্য আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক খছরুজ্জামান খছরু । তিনি বলেন,‘গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষে,নৌকা মার্কার প্রচারের জন্য দেশে এসেছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফিরিস্থি ভোটারদের কাছে তুলে ধরে পুনরায় নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য প্রতিদিন হাট-বাজার,গ্রামাঞ্চলে ঘুরে বেড়াচ্ছি।
যুক্তরাজ্য ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার কবির বলেন,‘আওয়ামী লীগ সরকারের উন্নয়নের অগ্রযাত্রা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য,নৌকা মার্কার প্রচারের জন্য মূলত আমি দেশে এসেছি।
আগামী ২৮ ডিসেম্বর কুয়েত থেকে দেশে আসছেন পৌরসভার দূর্লভপুর গ্রামের বদরুল ইসলাম। তিনি এ প্রদিবেদকে মুঠোফোনে বলেন,দীর্ঘদিন ধরে প্রবাসে থাকায় জাতীয় নির্বাচনের আমেজ সরাসরি দেখেননি। তাই শুধুমাত্র নির্বাচনী উৎসব দেখতে তিনি দেশে আসছেন।
জানা গেছে,জাতীয় পার্টির কানাইঘাট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সিরাজুল হক,যুক্তরাষ্ট্রে পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। সম্প্রতি শুধুমাত্র নির্বাচনী কাজে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দেশে এসেছেন তিনি।
খোঁজ নিয়ে দেখা গেছে, প্রবাসী যারা ইতোমধ্যে দেশে এসেছেন,তারা অনেকেই অতীতে দেশে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রবাস জীবনেও বিভিন্ন দলের রাজনীতিতে পদ-পদবী নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন ।
সিলেট-৫ আসনে নির্বাচনী মাঠে মোট ৮জন প্রার্থী থাকলেও আওয়ামী লীগ,বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বেশিরভাগ প্রবাসী দেশে আসছেন।
প্রার্থী ও সমর্থকদের পাশাপাশি ভোটের মাঠে প্রবাসীরাও অংশগ্রহণ করায় উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচার। মিছিল,মিটিং আর পথসভায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। পোস্টার-লিফলেট নিয়ে ভোটারদের দ্ধারে দ্ধারে ছুটছেন প্রবাসীরাও।
কানাইঘাট নিউজ ডটকম/২২ডিসেম্বর ২০১৮ ইং
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
দুঃখ থাকল আমার মনে আশা করি ৮-০২-২০১৯ দেশে আসিয়া নতুন সরকারের আমল শুরুটা পাইব
ReplyDelete