Saturday, December 1

নিরাপদ চিকিৎসা চাই কানাইঘাট শাখার কমিটি গঠন

কানাইঘাট নিউজ ডেস্ক:
মানুষের অন্যতম মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবং চিকিৎসা শুধু পণ্য নয়, সেবা-এই ধারণাকে সমাজের সর্বস্থরে ছড়িয়ে দিতে প্রতিষ্ঠিত নিরাপদ চিকিৎসা চাই (নি.চি.চা) সংগঠনের কানাইঘাট উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

শিক্ষক মুসলিম উদ্দিন মিলনকে সভাপতি এবং তরুণ সংগঠক মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে শাহিদ রানাকে। এক বিবৃতে সভাপতি মুসলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান এমন কমিটি গঠন করায় নিরাপদ চিকিৎসা চাই-এর কেন্দ্রীয় চেয়ারম্যান যুবরাজ খান এবং সিলেট জেলার সভাপতি মহি উদ্দিনকে আন্তরিক ও ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। নেতৃবৃন্দ মানুষের এই গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার নিশ্চিত করণে মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।


কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/০১ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়