Sunday, December 9

সিলেট-৫ আসনে মনোনয়ন প্রত্যাহার করলেন চাকসু মামুন

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মামুনুর রশীদ মামুন(চাকসু)।

রবিবার সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি প্রত্যাহারপত্র জমা দেন।

এর আগে শনিবার রাতে এ আসনে বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে প্রার্থী ঘোষণা করে চিঠি দেয়া হয়।


এ ব্যাপারে মামুনুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি।

কানাইঘাট নিউজ ডটকম/০৯ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়