কানাইঘাট নিউজ ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫(কানাইঘাট-জকিগঞ্জ)আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ সেলিম উদ্দিন দিনব্যাপী লাঙ্গলের প্রচারণায় পথসভা ও উঠান বৈঠক করেন। সােমবার জকিগঞ্জ উপজেলার খলাছড়া ক্রিমুখী পয়েন্টে পথসভা, গন্ধদত্ত ত্রিমুখী পয়েন্টে পথসভা, আলমনগর মাদ্রাসার পাশে পথসভা, মাইজপাড়া গ্রামে উছান বৈঠক, থানাবাজারে পথসভা,খারিজা গ্রামে উঠান বৈঠক, চান্দপুর গ্রামে উঠান বৈঠক, নয়াবাজারে পথসভা, উত্তরকুল গ্রামে উঠান বৈঠক, বারঠাকুরী বাজারে পথসভা ও শরীফগঞ্জ বাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সেলিম উদ্দিন।
প্রচার-প্রচারণায় সেলিম উদ্দিনের সাথে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ,সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মজির উদ্দিন চাকলাদার, যুগ্ম-সম্পাদক নজমুল ইসলাম, জকিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, আব্দুল জলিল, আতাউর রহমান আলতা, ওয়াহিদুর রহমান হালন প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়