যশোরের বেনাপোল সীমান্ত থেকে ডলার ও রুপিসহ মাহামুদুল হক (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (১৫ ডিসেম্বর) সকালে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটককৃত পাচারকারী গাজীপুর সদরের কালেরভিটা এলাকার ফজলুল হকের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরে জানা যায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট পার হয়ে এক পাচারকারী পাসপোর্টযাত্রীর ছদ্মবেশে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা পাচার করছেন। পরে বিজিবি নিরাপত্তা জোরদার করে। চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনালের সামনে এলে ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদের করা হয়। একপর্যায়ে পাচারকারী যুবকের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্য থেকে ২০ হাজার ২শ ইউএস ডলার, ৭টি মোবাইল সেট ও সাড়ে ৭ হাজার ভারতীয় রুপি পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়।
৪৯ বিজিবির বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেম জানান, আটক মাহামুদুলের বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়