‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশী। প্রতিযোগিতায় সেরার মুকুট না জিতলেও প্রথম বাংলাদেশি হিসেবে প্রতিযোগিতার সেরা ত্রিশে জায়গা করে নিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের অফার পেয়েছেন তিনি। তবে কার প্রস্তাবে সাড়া দিবেন ঐশী?
জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে ঐশীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নতুন ছবিতে কাজ নিয়ে আলোচনার জন্য খুব শীঘ্রই বসবেন তাঁরা। এদিকে ‘রাজকন্যা’ ছবির গল্প নিয়ে ঐশীর সঙ্গে কথা বলেছেন পরিচালক রাজু চৌধুরী। আরও কয়েকজন পরিচালক ঐশীকে নিয়ে ছবি বানাতে চেয়েছেন। শেষ পর্যন্ত কার ছবির মধ্য দিয়ে ঐশীর অভিষেক হয়, তা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘অনেকেই সিনেমায় অভিনয়ের কথা বলছেন। কিন্তু আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছি না। কথা বলি, গল্পের গুরুত্ব বোঝার চেষ্টা করি, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
তিনি আরও বলেন, ‘আমি আসলে শুরুতে একটা চমৎকার গল্পে কাজ করতে চাই। নাচে-গানে ভরপুর সিনেমা হতে হবে, এমন কোনো কথা নেই।’
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়