Wednesday, December 26

ইরানে বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় নিহত ১০

কানাইঘাট নিউজ ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ে বাস দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। দেশটির তাসনিম বার্তা সংস্থা বুধবার এ কথা জানিয়েছে।
তেহরানের উত্তর পশ্চিমাঞ্চলের এই বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণা ক্যাম্পাসে যাওয়ার পথে পার্বত্য সড়কে ৩০ শিক্ষার্থী বহনকারী বাসটি রাস্তা থেকে ছিটকে একটি কলামে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সাত জন প্রাণ হারায়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এক বিবৃতিতে মঙ্গলবারের মারাত্মক এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন।
উল্লেখ্য, বিশ্বে যেসব দেশে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে ইরানের অবস্থান তার মধ্যে সপ্তম। ইরানী কর্তৃপক্ষ বলছে, ২০১৭-১৮ ইরানী বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৬ হাজার লোক নিহত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়