কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রচারণার শেষ দিনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনকে নিয়ে বিশাল শোডাউন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে কোর্ট পয়েন্টে থেকে শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে এ শোডাউন জনসমুদ্রে পরিনত হয়। শোডাউন থেকে ‘নৌকা, নৌকা’ শ্লোগান প্রকম্পিত করে সিলেটের রাজপথ।
শোডাউন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন।
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়