Thursday, December 20

হাফিজ মজুমদারের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. হাফিজ আহমদ মজুমদারের প্রার্থীতা বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী বর্তমান সাংসদ জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিনের পক্ষে ব্যারিস্টার উজ্জ্বল ভৌমিক বৃহস্পতিবার রিটটি দায়ের করেছেন । দায়েরকৃত রিটে অভিযোগ আনা হয়েছে, হাফিজ আহমদ মজুমদার রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান চেয়ারম্যান- এ তথ্য গোপন করে মনোনয়ন নেয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি), রিটার্নিং কর্মকর্তা ও ডেপুটি কমিশনারকে রিটে বিবাদী করা হয়েছে। রবিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে বলে জানিয়েছেন ব্যারিস্টার উজ্জ্বল ভৌমিক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়