Friday, December 14

কানাইঘাট মুলাগুল নয়া বাজারে দুই পক্ষের সংর্ঘষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারিতে ব্যবসায়ীক লেনদেনের জের ধরে কোয়ারি সংলগ্ন মুলাগুল নয়া বাজারে গত বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংর্ঘষে অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। গুরুত্বর আহত অবস্থায় ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সিওমেক হাসপাতালে পাঠানো হয়েছে। জানা যায়, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডাউকেরগুল গ্রামের আব্দুশ শুকুরের পুত্র আব্দুল মালিক (৪০) পাথর ব্যবসার টাকা পাওনা ছিলেন একই গ্রামের ছইয়ব আলীর পুত্র মুজিবুর রহমান (২০) গং দের কাছে। পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে আব্দুল মালিক ও মুজিবুর রহমান মুলাগুল নয়া বাজারে মারামারিতে লিপ্ত হন। এক পর্যায়ে মুজিবুর রহমান গংরা দেশীয় দারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দুল মালিক ও তার ভাই আফজল হোসেন (৩৫) আবুল কালামের উপর হামলা করলে তারা রক্তাক্ত গুরুত্বর আহত হন। আহত এ তিন সহোদর ভাইকে সিওমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ নিয়ে উভয় পক্ষের লোকজন বাজারে সংর্ঘষে লিপ্ত হলে মজিবুর রহমান পক্ষের আব্দুল কুদ্দুস সহ ১০ জন আহত হন। এঘটনায় কানাইঘাট থানায় বৃহস্পতিবার রাতে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। 
অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ আজ শুক্রবার ঘটনাস্থল পরির্দশন করেছে বলে জানা গেছে।

কানাইঘাট নিউজ ডটকম/১৪ ডিসেম্বর ২০১৮ ইং 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়