Tuesday, December 11

চার মন্ত্রণালয়ের নতুন করে দায়িত্ব বণ্টন

কানাইঘাট নিউজ ডেস্ক:
টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগের পর খালি থাকা চার মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে।
আজ মঙ্গলবার দায়িত্ব বণ্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক আদেশে তাদের বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসাবে এ দায়িত্ব পালন করার কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। খবর-বাসস।
অপরদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন।
এছাড়াও অতিরিক্ত হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আ ক ম মোজাম্মেল হক, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেসের ক্ষমতাবলে বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে মন্ত্রীদের এ ৪টি মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়