Friday, December 21

জকিগঞ্জে লাঙ্গলের সমর্থনে বিশাল শোডাউন

কানাইঘাট নিউজ ডেস্ক:
জকিগঞ্জ সদর ও সুলতানপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের উদ্যোগের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ সেলিম উদ্দিনের সমর্থকরা মিছিলের মাধ্যমে বিশাল শোডাউন দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাবুর বাজারে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীতে পথসভায় মিলিত হয়। উপজেলা যুবসংহতির সাবেক আহবায়ক জালাল উদ্দিনের সভাপতিত্বে ও জাপা নেতা সালেহ আহমদ সাবুর পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য মুহিদুর রহমান তাহের, জেলা যুব সংহতির সদস্য মুন্না সিদ্দীকি, জেলা ছাত্র সমাজের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুজ্জামান আখন্দ, সুলতানপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওলিউর রহমান, জাপা নেতা ইব্রাহিম আলী, আব্দুল হান্নান, এমাদ উদ্দিন, জামাল আহমদ, রুবেল আহমদ, দেলোয়ার আহমদ, বাবুল, সেবুল, ফয়ছল, কালাম, ইসলাম, মজনু মিয়া, আফজল আহমদ, হাসনু, আব্দুস সাত্তার, আব্দুস সালাম, কয়ছর আহমদ প্রমূখ। সভাপতির বক্তব্যে জালাল উদ্দিন বলেন, এলাকার উন্নয়নের জন্য সেলিম উদ্দিনের কোন বিকল্প নেই। তিনি এমপি হয়ে অতীতের সকল এমপির আমলের রেকর্ড ভঙ্গ করে জকিগঞ্জ-কানাইঘাটে প্রায় ২ হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। এ জন্য জকিগঞ্জ-কানাইঘাটের জনগন সেলিম উদ্দিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশের জন্য লাঙল মার্কায় ভোট দিবে। জাতীয় পার্টির সেলিম উদ্দিনের সকল উন্নয়ন কর্মকান্ডগুলো গ্রামেগঞ্জে দৃশ্যমান রয়েছে। জনগণ অকৃতজ্ঞ নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ৩০ ডিসেম্বর লাঙল মার্কাকে বিজয়ী করা হলে জকিগঞ্জ-কানাইঘাট উপজেলায় উন্নয়নের জোয়ার বইবে। জকিগঞ্জ-কানাইঘাটে লাঙল মার্কায় গণজোয়ার সৃষ্ঠি হয়েছে। কোন বাধা লাঙল মার্কার বিজয় ধমিয়ে রাখতে পারবেনা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়