Sunday, December 30

৪৩ হাজার ভোটে এগিয়ে হাফিজ আহমদ মজুমদার

কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বেশ সুবিধাজনক অবস্থানে আছেন আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমদ মজুমদার। এ আসনের মোট ১৫৮ কেন্দ্রের মধ্যে ১৩০ কেন্দ্রের ভোটের সঙ্খ্যায় বেশ এগিয়ে আছেন তিনি।

জকিগঞ্জ উপজেলার ৭৭টি কেন্দ্রের মধ্যে হাফিজ আহমদ মজুমদার নৌকা প্রতিকে পেয়েছেন ৫২ হাজার ৮২২টি ভোট। তার প্রতিদন্ধি প্রার্থী ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতিকে পেয়েছেন ২০ হাজার ১৯৮টি ভোট।

কানাইঘাট উপজেলার ৮১টি কেন্দ্রের সবগুলোর কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতিকে মজুমদার পেয়েছেন ৬৩ হাজার ৯৩৮টি ভোট। ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৫৩ হাজার ৩৬৮টি ভোট।

সিলেট-৫ এ প্রাপ্ত ফলাফলে ১৫৮টি কেন্দ্রের মধ্যে ১৩০টি কেন্দ্রে নৌকার প্রাপ্ত ভোট ১ লাখ ১৬ হাজার ৭৬০টি ভোট। ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতিকে পেয়েছেন ও ৭৩হাজার ৫৬৬টি ভোট।

এ পর্যন্ত হাফিজ আহমদ মজুমদার ৪৩ হাজার ১৯৪টি ভোটে এগিয়ে আছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়