Sunday, December 30

সিলেট-৫ আসনে হাফিজ মজুমদার জয়ী

কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাফিজ আহমদ মজুমদার। এ আসনের মোট ১৫৮ কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে ৬৮ হাজার ২৩১ ভোটে জয়লাভ করেছেন তিনি।

জকিগঞ্জ উপজেলার ৭৭টি কেন্দ্রে মধ্যে হাফিজ আহমদ মজুমদার নৌকা প্রতিকে পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ২৫৩টি ভোট। তার প্রতিদন্ধি প্রার্থী ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৮৫ হাজার ৫৯২টি ভোট।

কানাইঘাট উপজেলার ৮১টি কেন্দ্রের সবগুলোর কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতিকে মজুমদার পেয়েছেন ৬৩ হাজার ৯৩৮টি ভোট। ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৫৩ হাজার ৩৬৮টি ভোট।

সিলেট-৫ এ প্রাপ্ত ফলাফলে ১৫৮টি কেন্দ্রে নৌকার প্রাপ্ত ভোট ২ লাখ ৭ হাজার ১৯১টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ঐক্যফ্রন্টের প্রার্থী উবায়দুল্লাহ ফারুক ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৬০টি ভোট।

হাফিজ আহমদ মজুমদার ৬৮ হাজার ২৩১ ভোট বেশী পেয়ে বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়