Sunday, December 9

কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ‘সবাই মিলে গড়ব দেশ, দূর্নীতি মুক্ত বাংলাদেশ’ এ স্লোগান নিয়ে কানাইঘাটে মানববন্ধন,র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে রবিবার সকাল ১১টায় কানাইঘাট গাছবাড়ী বাজারে দূর্নীতির বিরুদ্ধে গণসচেতনতার সৃষ্টির লক্ষ্যে গণসাক্ষরতা অভিযান চালানো হয়। 

উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিস্ট মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব কর্মসূচি পালন সহ পথসভায় বক্তব্য রাখেন, গাছবাড়ি মডার্ণ একাডেমির প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক, সহকারি শিক্ষক আসাদুজ্জামান মোঃ হানিফ, মোঃ মুহিবুল হক, গাছবাড়ি ইন্টার ন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা করিম উদ্দিন মোঃ সাইদুর রহমান প্রমুখ। র‌্যালি ও মানববন্ধনের নানা শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ অংশগ্রহণ করেন।

কানাইঘাট নিউজ ডটকম/০৯ ডিসেম্বর ২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়