Friday, December 14

গাছবাড়ী বাজারে লাঙ্গল মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

কানাইঘাট নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের লাঙ্গল মার্কার প্রার্থী সেলিম উদ্দিনের সমর্থনে লাঙ্গল মার্কার গাছবাড়ী বাজার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাছবাড়ী বাজারে রহমান কমিউনিটি সেন্টারে লাঙ্গল মার্কার নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে জাতীয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জাপার ৮নং ঝিংগাবাড়ী ইউপি সভাপতি নূর হোসেন’র সভাপতিত্বে কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, জাতিয় পাটির জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আং রহিম, সিলেট জেলা জাপার সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহমুদ, সিলেট মহানগর জাপার সদস্য সচিব এডভোকেট আব্দুল হাই কাইয়ুম, কেন্দ্রীয় নেতা বদরুল ইসলাম, কানাইঘাট উপজেলা জাপার সভাপতি সিরাজুল ইসলাম, জাপা নেতা আব্দুল কাদির, নূরুল আমিনসহ কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এদিকে, এর আগে কানাইঘাটের আল্লামা ফজলেক ফাযিল (রহ:) ও মাওলানা হরমুজ উল্লাহ (রহঃ) এর কবর জিয়ারত করে গাছবাড়ীতে নির্বাচনী প্রচারণা শুরু করেন সেলিম। এসময় লাঙ্গল প্রতীকের সমর্থনে গাছবাড়ি বাজারের এক মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় লাঙল প্রতীকের শ্লোগানে স্থানীয় বাজারটি মুখরিত হয়ে ওঠে।

কানাইঘাট নিউজ ডটকম/প্রেবি/১৪ডিসেম্বর২০১৮ ইং

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়