কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম উদ্দিন শুক্রবার দিনব্যাপী কানাইঘাট উপজেলার বিভিন্ন এলাকা গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
সকাল থেকে তিনি উপজেলার রাজাগঞ্জ, নয়ামাটি, তালবাড়ি, নয়াবাজার, পালজুরী, বড়বন্দ, আমবাড়ি সহ বিভিন্ন এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লাঙ্গল প্রতীকে ভোট চান।
এসময় তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়। বিগত দিনে আওয়ামী ও বিএনপির শাসন আমল দেখেছে এদেশের মানুষ। এরশাদের শাসন আমল ছিল বাংলার মানুষের উন্নয়নের স্বর্ণযুগ। তাই দেশের মানুষ উন্নয়ন চায়। উন্নয়নের স্বার্থে কানাইঘাট-জকিগঞ্জবাসীকে লাঙ্গলে ভোট দেওয়ার উদাত্ব আহ্বান জানান।
তিনি আরও বলেন, গত ৫ বছরে জকিগঞ্জ-কানাইঘাটে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা অতীতের তুলনায় অনেকগুন বেশী। রাস্তাঘাট, পুল-কালভার্ট, বিভিন্ন বাজারে স্ট্রিট লাইট, অবকাঠামোগত উন্নয়ন সহ দুই উপজেলায় প্রায় ২ হাজার কোটি টাকা উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দূল্লাহ সিদ্দিকী, সহ সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সাব্বির আহমদ, যুব সংহতি মহানগর সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সহ কানাইঘাট-জকিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ ও জনসাধারণ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়