কানাইঘাট নিউজ ডেস্ক:
ভারতের বাজারে নতুন মডেল নিয়ে এলো বাজাজ পালসার। নতুন ভার্সনের এই মোটরবাইকের নাম রাখা হয়েছে পালসার ১৫০ নিওন।
একদম নতুন চেহারায় এসেছে বাজাজ পালসার ১৫০ নিওন। তিন ধরনের কালার রয়েছে এই মোটরবাইকের। লাল, হলদে আর ম্যাট ব্ল্যাক এবং সিলভারের সংমিশ্রণে আর একটি রঙ। আসল বাইকটি মূলত কালো রঙেরই। কালোর ওপরেই থাকবে এই তিনটে রঙের কাজ।
পালসার এর নতুন এই মডেলটিতে থাকছে রিয়ার ড্রাম ব্রেক। প্রযুক্তিগতভাবে পুরনো মডেলের সঙ্গে নতুন নিওন মডেলের খুব একটা পার্থক্য নেই। বাজাজ পালসার নিওনের ইঞ্জিন ১৪৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার ডিটিএস-আই ইঞ্জিন।
পালসারের এই নতুন মডেলের বিএইচপি ১৩.৮ এবং টর্ক ১৩.৪ এনএম। এর গিয়ার রয়েছে মোট পাঁচটি। বাইকের সামনে ডিস্ক ব্রেক রয়েছে। রয়েছে টেলিস্কোপিক সাসপেনশনও।
দিল্লিতে এই মডেলের দাম ধরা হয়েছে ৬৪ হাজার ৯৯৮ টাকা। মুম্বাই এবং পুনেতে ৬৫ হাজার ৪৪৬ টাকা। বেঙ্গালুরুতে ৬৬ হাজার ৮৬ টাকা, কলকাতায় ৬৬ হাজার ২৪০ টাকা এবং চেন্নাইতে পালসার ১৫০ নিওন মডেলের দাম ৬৬ হাজার ৭৯০ টাকা।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়