কানাইঘাট নিউজ ডেস্ক:
রোহিত শর্মার ঝড়ো সেঞ্চুরি এবং ভুবনেশ্বর কুমার ও জাসপ্রিত বুমরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে তিন ম্যাচ টি-টোয়েন্টির দ্বিতীয়টির সাফল্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত।
মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে হিটম্যান রোহিতের রেকর্ড সেঞ্চুরিতে ১৯৫ রানের বিশাল পুঁজি পায় ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ ৯ উইকেটে ১২৪ রান করলে ৭১ রানে জয় পায় ভারত।
১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই অগোছাল বেশ ছিল উইন্ডিজ। দলীয় ৭ রানেই খলিল আহমেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ক্যারিবীয় ওপেনার সাই হোপ। দলীয় ৩৩ রানে খালিলের দ্বিতীয় শিকার হয়েছেন হেটমায়ার। এরপর ৩৮ রানে পৌঁছতেই ডোয়াইন ব্রাভোকে ফিরিয়ে উইন্ডিজের রানের চাকা থামিয়ে দেন কুলদীপ যাদব।
ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে ২৩ রান করতে পেরেছেন ব্রাভো। এছাড়া কিমো পল ২০, হেটমায়ার ১৫, দিনেশ রামদিন ১০ ও অধিনায়ক কার্লোস ব্রাফেট ১৫ রানে অপরাজিত থাকেন।
বল হাতে ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমারাহ, খলিল আহমেদ ও কুলদীপ যাদব দুটি করে উইকেট নেন।
এর আগে আগে ব্যাট করতে নেমে শুরুর জুটিতেই অনেক দূর এগিয়ে যায় ভারত। ৬১ বলে ৮ চার ও ৭ ছক্কায় ১১১ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক রোহিত। টি-টোয়েন্টিতে এটা চতুর্থ সেঞ্চুরি ভারতীয় এ ওপেনারের।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪ সেঞ্চুরির রেকর্ড এখন শুধু রোহিতেরই। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন শিখর ধাওয়ান। শেষদিকে ১৪ বলে ২৬ রান নিয়ে অপরাজিত ছিলেন লুকেশ রাহুল।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়