নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে লেগুনা গাড়ি থেকে নামার সময় ছিটকে পড়ে শফিকুন নেছা নামে ৬২ বছরের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় উপজেলার ব্রাহ্মণ গ্রামের মৃত আহমদ আলীর স্ত্রী বৃদ্ধা শফিকুন নেছা বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ী থেকে ধলিবিল দক্ষিণ নয়াগ্রামে একটি লেগুনা গাড়িযোগে বোনের বাড়ীতে যাচ্ছিলেন। পথিমধ্যে বানীগ্রাম রাস্তার পাশে লেগুনা থেকে নামার সময় ছিটকে পড়ে চাকার নিচে পৃষ্ট হয়ে বৃদ্ধা শফিকুন নেছা রাস্তায় লুটিয়ে পড়ে রক্তাক্ত আহত হন। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যে তিনি মারা যান। নিহতের ভাতিজা বানীগ্রাম ইউপির ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজাম উদ্দিন জানিয়েছেন,তার ফুফু শফিকুন নেছা বানীগ্রামের আব্দুল মালিকের লেগুনা গাড়ি থেকে নামতে গিয়ে ছিটকে পড়ে মারা যান। এনিয়ে আমরা কাউকে দায়ী করছি না, লাশ পারিবারিক ভাবে জানাজা শেষে বাদ মাগরিব দাফন করা হয়েছে।
কানাইঘাট নিউজ ডটকম/০৭ নভেম্বর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়