Thursday, November 15

নির্বাচনের কারণে উইন্ডিজের বিপক্ষে মাশরাফির খেলা অনিশ্চিত: পাপন

কানাইঘাট নিউজ ডেস্ক:
 নির্বাচনের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজে ওয়ানডেতে না-ও দেখা পারে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।


বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ক্যারিবীয়দের বিপক্ষে এই ওয়ানডে সিরিজে মাশরাফির খেলা অনিশ্চিত। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এ কথা জানান তিনি। 

তবে ২০১৯ সালে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি খেলবেন বলেও জানান পাপন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ থেকে গত ১১ নভেম্বর নড়াইল-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মাশরাফি।

মাশরাফি টেস্ট খেলছেন না বহুদিন হল। টি-২০কেও বিদায় জানিয়েছেন। এখন কেবল ওয়ানডেটাই চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সংসদ নির্বাচনেও অংশ নিতে চাচ্ছেন তিনি। ইসির পরিবর্তিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। দলীয় মনোনয়ন পেলে ভোটের মাঠে ব্যস্ত থাকতে হবে মাশরাফিকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়