Saturday, November 24

কানাইঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সাথে জেলা প্রশাসকের বৈঠক




নিজস্ব প্রতিবেদক:
সিলেটের নবাগত জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম কানাইঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসনের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন। শনিবার বিকেল আড়াইটায় জেলা প্রশাসক এমদাদুল ইসলাম প্রথমে কানাইঘাট বড়চতুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে স্বাস্থ্য সেবা কার্যক্রম প্রত্যক্ষ করেন। বিকেল সাড়ে ৩টায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হলে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসিকান্ত হাজং, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক এমদাদুল ইসলাম কে ফুলের তোড়া দিয়ে ভরন করে নেন। পরে জেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক করে কানাইঘাটের সার্বিক উন্নয়ন মূলক কর্মকান্ডের খোঁজখবর ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন, উপজেলা প্রশাসন চত্তরের নানা সৌন্দ্রর্য বর্ধন ঘুরে দেখেন ,এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কথা বলেন। পরে জেলা প্রশাসক এমদাদুল ইসলাম কানাইঘাট থানা পরিদর্শন করতে আসলে পুলিশের একটি চৌকুশ টিম তাকে গার্ডঅবঅনার প্রদান করেন। এ সময়
তিনি থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, ভূমি কর্মকর্তা লুসিকান্ত হাজং ও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদের সাথে একান্ত বৈঠক করে নির্বাচন সামনে রেখে সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে কথা বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কানাইঘাটে যাতে করে কোন ধরনের বিশৃংখলা ছাড়াই শান্তি পূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এ জন্য তিনি উপজেলা প্রশাসন ও থানা পুুলিশ প্রশাসন কে নির্দেশনা প্রদান করেন। জেলা প্রশাসক এমদাদুল ইসলাম সার্বিক বিষয় প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে জানতে কানাইঘাটের আইন শৃংখলা পরিস্থিতি ভাল সহ সব ধরনের উন্নয়ন মূলক কর্মকান্ড স্বচ্ছতার সহিত বাস্তবায়ন হচ্ছে বলে জানান। লোভাছড়া পাথর কোয়ারি ইজারা ও খাস কালেকশন এবছর দেওয়া হবে না বলে  তিনি জানান। কোয়ারি থেকে কেউ অবৈধভাবে পাথর উত্তোলন করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা চৌধুরী ও রেহানা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কামান্ডার বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারন সম্পাক নিজাম উদ্দিন ও সহ-সম্পাদক সাংবাদিক আব্দুন নূর, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ শরুফুদ্দীন নাহিদ।  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়