নিজস্ব প্রতিবেদক:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদন্ধিতা করার জন্য ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়জুল মুনির চৌধুরী। গতকাল রবিবার দলীয় সমর্থিত নেতাকর্মীদের নিয়ে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন। ঢাকা উত্তর কর্পোরেশনের কাউন্সিলর ফয়জুল মুনির চৌধুরী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি ঢাকা রমনা-শাহবাগ থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ফয়জুল মুনির চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় বলেন, কানাইঘাট-জকিগঞ্জের দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধে তিনি দলীয় মনোনয়ন ফরম কিনেছেন। দীর্ঘদিন ধরে এলাকায় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
কানাইঘাট নিউজ ডটকম/১২ নভেম্বর ২০১৮
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়