কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। এ নির্বাচনে সিলেট-৫ আসন সহ কোন আসনেই বিএনপি কোন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিবেনা। জকিগঞ্জ-কানাইঘাটে এবার ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী মনোনয়ন পাওয়ায় নেতাকর্মী, সমর্থক সাধারণ মানুষ দারুণ উজ্জীবিত। বিজয় আমাদের নিশ্চিত। শুক্রবার সন্ধ্যায় জকিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক বদরুল হক বাদল, জাহাঙ্গীর শাহ চৌধুরী হেলাল, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক দিদার ইবনে তাহের লস্কর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সেলিম, কানাইঘাট বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা শামসুল ইসলাম লেইছ, মনজুর আলম, দিদার হোসেন শামীম, নাসির উদ্দিন সাদিক, সালাহ উদ্দিন, আব্দুল্লাহ আল হাসান, আব্দুস সালাম, আব্দুল বাছিত, ফজলে আশরাফ মান্না, রুহেল আহমদ ও মাজেদ আহমদ প্রমূখ। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই জেনেও আমরা সমুদ্রে সাঁতার দিয়েছি। ৩০ ডিসেম্বর ঐক্যফ্রন্টের পক্ষে ভোট বিপ্লব হবে। যা কোনো চক্রান্ত ষড়যন্ত্র দমিয়ে রাখতে পারবে না।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়